সিলেটে নতুন করে আরো দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুইজনই পুরুষ বলে জানা গেছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যাদের পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে এই দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান