দেশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্তকরণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও কিট সংগ্রহের মাধ্যমে সার্বিকভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাব প্রস্তুত করছি, যাতে এ ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণের মাধ্যমে আমরা সরকারের পাশে দাঁড়াতে পারি। সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে টেস্ট চলছে, আমরা তাদের সাপোর্ট হিসেবে কাজ করবো। কাজেই আমরা ল্যাব রেডি রাখছি, যাতে দরকার হলেই টেস্ট শুরু করতে পারি।
উপাচার্য আরও বলেন, ‘আমাদের দক্ষ জনবল রয়েছে। শুধু আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা আমরা বলেছি।’
ল্যাবে কোনও রোগী না নিয়ে এসে নমুনা (স্যাম্পল) এনে পরীক্ষা করে করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত করা হবে বলেও জানান উপাচার্য।
এ ভাইরাস শনাক্তের জন্য বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা যায়।
এদিকে বায়োসেফটি নিশ্চিত হয়ে গেলেই ল্যাবে টেস্ট করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, ‘করোনা একটি জটিল সংক্রামক রোগ। এ জন্য বায়োসেফটি মেনটেইন করতে হবে। আমাদের মূল যন্ত্রপাতি আছে, বিশেষজ্ঞও আছে। আর কিট সংগ্রহ করা হচ্ছে। তবে কাজ শুরুর আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে সবাই নিরাপদ থাকে। আমরা সেই কাজই করছি। যেহেতু ইতালির মতো দেশে শতাধিক ডাক্তার মারা গেছেন, যারা টেস্টের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেজন্য আমরা বায়োসেফটিতে গুরুত্ব দিচ্ছি।
ড. শামসুল হক প্রধান আরও বলেন, আমাদের এখানে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বায়োসেফটি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, সেই অনুযায়ী কাজও চলছে। আশা করি দু-একদিনের মধ্যে আমাদের ল্যাব প্রস্তুত হয়ে যাবে। শিগগিরই আমরা আমাদের ল্যাবে এ টেস্ট করতে পারবো।’
উল্লেখ্য, গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক নোটিশে শাবির ল্যাবে করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়।
বার্তা বিভাগ প্রধান