ভারতের আসানসোলে একটি হোটেলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বানানোকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে অন্তত ছয় পুলিশ সদস আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আসানসোলের নিকটবর্তী চুরুলিয়ায় এক হোটেলকে কোভিড-১৯ আক্রান্তদের কোয়ারেন্টিন সেন্টার বানানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটি বন্ধ করতে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।ওই সেন্টারটিতে ২০ জন আইসোলেশনে রয়েছেন।
এদিকে কয়েক দফা চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে তিন থেকে চার রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়া গ্রামবাসীদের আটক করতে জামারিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে সোমবার কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা নিয়ে আসানসোলের সালানপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সৌজন্যে : যুগান্তর
বার্তা বিভাগ প্রধান