সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে মধ্যরাতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে চারটার দিকে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়।এদিকে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজনরা বিভিন্ন স্ট্যাটাস দিতে শুরু করেন।রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত ছিল তা তাৎক্ষনিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।এ প্রতিবেদন লিখা পর্যন্ত এ ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো হতাহতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নির্বাহী সম্পাদক