করোনাভাইরাসের জেরে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে আমেরিকার। রীতিমতো কাঁপছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে ইতিমধ্যে ৫ লক্ষ ৫৪ হাজার মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন।
পরিসংখ্যান জানাচ্ছে, ইতিমধ্যে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ২২ হাজার ২১ জনের। শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে, ৬৮৯৮ জনের।
মৃতের বিচারে স্পেন ও ইতালিকেও পেছনে ফেলে দিয়েছে আমেরিকা। এর আগে স্পেন, ইতালি ও ফ্রান্সেই এই রোগের প্রকোপ ছিল ভয়াবহ, এখন সেই জায়গার দখল নিয়েছে আমেরিকা।
শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় ফের মৃত্যু হল ১৫১৪ জনের, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী একথা জানা যাচ্ছে। এর আগে প্রতিদিনি প্রায় ২০০০ , ১৯০০ করে বাড়ছিল সংখ্যা। এদিনও তা দেড় হাজারের বেশি। তবে তুলনামূলক বিচারে কিছুটা কম।
ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া মার্কিন অর্থনীতি কবে আবার চালু করা হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন।
অন্যদিকে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মার্কিন মুলুকে করোনার জেরে কমপক্ষে ৪০ জন প্রবাসী ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জন মানুষ। যে ৪০ প্রবাসী ভারতীয়রা মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন কেরল, ১০ জন গুজরাত, ৪ জন পঞ্জাব, ২ জন অন্ধ্রপ্রদেশ এবং ১ জন ওড়িশার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বেশি অংশই প্রাপ্ত বয়স্ক বলে জানা যাচ্ছে।
নির্বাহী সম্পাদক