করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন বা অবরুদ্ধ হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। এর মধ্যেও মাদক কারবারিরা তৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। জকিগঞ্জের লাফনাকোনার মদিনানগর এলাকা থেকে তাকে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করা হয়।
আটককৃত সাবিল আহমদ (৪৮) পূর্ব লাফনাকোনা গ্রামের ছকিন আলীর ছেলে। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের কর্মব্যস্থতা বেড়ে গেছে। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ভারত থেকে এনে মজুদ করতে পারে, এমন গোয়েন্দা তথ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জেলার সকল সীমান্তবর্তী থানার অফিসার ইনচার্জকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।’
নির্বাহী সম্পাদক