Home » লকডাউন সিলেট সেনাবাহিনীরর প্রথম দিনে

লকডাউন সিলেট সেনাবাহিনীরর প্রথম দিনে

গতকাল জেলা প্রসাশক ও জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে সিলেট জেলা একেবারে লক ডাউন করা হয়। প্রতিদিনের মত আজ ১২ এপ্রিল রবিবার সরজমিনে সিলেটের ভিবিন্ন অঞ্চল পরিদর্শন করেন শুদ্ধবার্তাটোয়েন্টিফোর পরিবার। সাধারণ জনগণ বিনা অজুহাতে চলাফেরা করছেন নেই কোন নিজেদের মধ্যে সচেতনতা। যে যার ইচ্ছা মত চলছে, আইনশৃঙ্কলা বাহিনী দমাতে পারছেন না। দেখা গেছে কোন প্রত্যান্ত গ্রামে জন সমাগত লেগেই আছে কিন্তু প্রশাসন গেলে দৌড়ে নিজ নিজ অবস্থানে আছেন। প্রশাসন যাওয়ার পর সেই সাবেক, আবার পূর্ণরায় আড্ডা শুরু হয়।

সেনাবাহিনী প্রতি দিনের মত পাড়া মহল্লা থেকে শুরু করে জেলা শহর দাবিয়ে মহড়া দিয়ে যাচ্ছেন। মাইকিং সহ প্রচারণা চলছে। বিসেষ করে পাড়া মহল্লায় একটু নজর দিচ্ছে।

সরজমনি দেখা যায় পাড়ার রাস্তা বন্ধ কিন্তু পাড়ার বেতরে চায়ের দোকান চলছে, চলচে প্রতি দিনের মত মুরব্বিদের গবেষণা। প্রসাশন আসলে সবকিছু নিরব হয়ে যায়।

বিষাদের অবসান কবে হবে, কবে যে মুক্তি পাবো সবার অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে ডাকা চাড়া কোন উপায় নেই। সবার সচেতনতা আমাদের ফিরে পেথে প্রিয় ভূমি আসার আলো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *