সিলেটের বিশ্বনাথ উপজেলার আসা নারায়ণগঞ্জ ৫ ব্যাক্তি কে করোনাভাইরাস সন্দেহে ৫জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার বিশ্বনাথ সদর, অলংকারি ও দশঘর এই তিনটি ইউনিয়নে গিয়ে ওই ৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বনাথের আলোকে বলেন, বিগত ৪/৫দিন পূর্বে ওই ৫জন গার্মেন্ট শ্রমিক তারা নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে আত্মগোপনে থাকে। লোকমাধ্যমে খবর পেয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বাধ্যতামূলক ওই ৫টি পরিবারকে হোমকোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।