মুহূর্তের মধ্যেই নিষ্ঠুর হয়ে উঠতে পারে জীবন। মানুষ হয়ে ওঠে অমানবিক। এমন কিছু মুহূর্তই জন্ম দেয় মর্মান্তিক ঘটনার। যা শুনে আতকে ওঠতে হয়। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত। দু’দেশের কাঁটাতারে আটকা পড়েছিলেন এক তরুণী। সেখানে দাঁড়িয়েই সন্তানের জন্ম দিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর কাছেই অবস্থিত চোলা ভিস্তা বর্ডার পেট্রল স্টেশন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে এখানেই আটকে পড়েন গুয়েতেমালার অন্তঃসত্ত্বা ওই তরুণী। গায়ে প্রচণ্ড জ্বর। চলার শক্তি হারিয়েছে পা দু’টো। তারই মধ্যে চলে একের পর এক কাগজে সাক্ষর করতে হচ্ছে।
ধফাবৎঃরংবসবহঃ
কাঁটাতারের মায়াজালে আটকে পড়া তরুণীর প্রসবযন্ত্রণা শোনারও কেউ ছিলেন না। বাধ্য হয়ে ময়লার ড্রাম আঁকড়ে দাঁড়িয়ে পড়েন তিনি। হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজে ছুটে আসেন তার স্বামী। এসে দেখেন অনাদারে পৃথিবীতে আগমন ঘটেছে তার সন্তানের।
তবে এখন ও মা ও সদ্যজাত শিশুটি কি অবস্থায় আছে তা জানা যায়নি। তবে সমাজকর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে এমন ঘটনা বিরল নয়। বরং নিষ্ঠুরতাই এখানকার স্বাভাবিক নিয়ম। প্রায়ই সেখানে এমন ঘটনা ঘটছে।
নির্বাহী সম্পাদক