Home » বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা ও প্রতিষ্টাতা সদস্য বিপুল বিহারী দে আর নেই

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা ও প্রতিষ্টাতা সদস্য বিপুল বিহারী দে আর নেই

ইমন দাসঃশুক্রবার ১০ এপ্রিল দুপুর ২ .৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ডফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরন করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় চালিবন্দর শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্টান সম্পন্ন হয়। এর আগে তাকে শ্রদ্বাঞ্জলি প্রদান করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য ছিলেন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সিনিয়র সহ সভাপতি, মেজরটিলা শ্যাম সুন্দর আশ্রমের সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অধ্যাপক রজত ভট্রাচার্য্য, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দে, সাধারন সম্পাদক রজত কান্তিগুপ্ত, সিলেট জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্রাচার্য্য, সাধারন সম্পাদক কৃপেষ পাল, সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার সভাপতি নীলেন্দু ভুষন দে অনুপ, সাধারন সম্পাদক রাজু গোয়ালা, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *