Home » জৈন্তাপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

জৈন্তাপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

সারা বিশ্ব ও দেশ যখন করোনা ভাইরাস (কোভিড-১৯)’এ আতংকিত ঠিক সেই মুহুর্তে করোনা ভাইরাস উপেক্ষা না করে সিলেটের জৈন্তাপুরের শিকার খাঁ গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শেষে শিকার খাঁ এলাকার ৭নং-গ্যাস কূপের মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিখভাবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি ।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে পূর্বের জের মেঠাতে শিকার খাঁ গ্রামের ৯ নং-ওয়ার্ড মেম্বার সিরাজের ছেলে ইফজাল আহমদ ও মৃত ইসরাক আলীর ছেলে আজির উদ্দিনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাখানিক ব্যাপী চলে এ সংঘর্ষ। এ ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও জানা যায় আজির উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র হরিপুর গ্রাম থেকে এসে হামলা চালায় ইফজাল আহমদের বসতঘরে। এছাড়া সিলেট-তামাবিল হাইওয়ে রোডে প্রকাশ্যে ইট পাটকেল নিক্ষেপ সহ দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা। এসময় আশপাশ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় এলাকার মাতব্বরদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ফিরিয়ে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত্য স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *