Home » উলিপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম

কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করছে দুর্বৃত্বরা। বর্তমানে গুরুতর আহত ব্যক্তিরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে, মিয়াজী পাড়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে (৬ এপ্রিল) উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের আব্দুল হাকিম ও তার পুত্র আতাউর রহমান জমিতে কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষ একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের গোলাম হোসেনের পুত্র আবু হোসেন ও নুর ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হাকিম ও তার পুত্র আতাউর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের এলোপাথারি কোপে পিতা ও পুত্র গুরুতর আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। ভর্তির কয়েক ঘণ্টা পর আহতদের অবস্থার অবনতি হলে মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় সোমবার রাতেই আহতর পুত্র আলমগীর হোসেন ৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে থানার ওসি মোয়াজ্জেম বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *