করোনাভাইরাস প্রতিরোধে এবার সিলেটের শাহজালাল (র.) দরগাহে কোন ইবাদত বন্দেগি করা যাবে না। এ লক্ষে আগামিকাল থেকে দুই দিনের জন্য মাজারের গেট বন্ধ থাকবে।
আজ বুধবার হযরত শাহজালাল (র.)দরগাহ মাজারের মোতাওয়াল্লি মাজারের গেটে একটি নোটিশ সাঠিয়ে রেখেছেন। বৃহস্পতি ও শুক্রবার দুই দিন গেট বন্ধ থাকবে বলে মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান সর্ব সাধারণের জন্য এই আদেশ জারি করেছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, দরগাহ, শাহপরান ও বুরহান উদ্দিন মাজারের মোতাওয়াল্লিদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন। এ বৈঠকে শবে বরাত নিয়ে নানা সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান