করোনার সংক্রমণ প্রতিরোধে বিশ্বনাথের উপজেলাধীন সিংগেরকাছের অসহায় ও দুস্থদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন এম.কে ও যুব এক্য ফাউন্ডেশন সদস্যবৃন্দ। আজ বুধবার ৮ ইং এপ্রিল ২০২০ তারিখে বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ এলাকায় ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দৌলপুর ইউনিয়ন ছাএলীগের নেতা ও এম.কে ফাউন্ডেশন আহবায়ক আবুল হোসেন,শুদ্ধবার্তা২৪ডটকম এর সম্পাদক ও এম.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান,এম.কে ফাউন্ডেশনের সদস্য তোফায়েল আহমদ,রুবেল আহমদ,মারজান ,কামরান আহমদ। এবং যুব এক্য ফাউন্ডেশন সহ-সভাপতি আবু নাছির, সাধারন সম্পাদক পারভেজ ,যুগ্ন সাধারণ সম্পাদক সজল ,অর্থ সম্পাদক আলামিন,পরিচালনা সম্পাদক রেদুওয়ান ,প্রচার সম্পাদক : সোহাগ ,ধর্ম সম্পাদক মেহরাব ,সদস্য মহিউদ্দিন ,লায়েক ,আলীহোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিতে যারা ছিলেন তারা বলেন আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। এজন্য আমাদের সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
বার্তা বিভাগ প্রধান