দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে আরো ৫৪ জনের। এরমধ্যে ঢাকা শহরেরই রয়েছেন ৩৯ জন। সবমিলিয়ে দেশে করোনাভাইরসে আক্রান্তের সংখ্যা ২১৮ জন।
২৪ ঘন্টায় ৯৮১ জনের পরীক্ষা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।