জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি রহ-এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন বলে তার খলিফা মুফতি মাহবুবূল্লাহ নিশ্চিত করেছেন। জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
হুসাইন আহমদ মাদানী রহ-এর বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি প্রথিতযশা এই আলেম হবিগঞ্জের ইমামবাড়ির বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ের পিতা ছিলেন। তার জীবদ্দশায় ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শিয়াদের হামলায় শহীদ হন।
শায়েখ ইমামবাড়ী ২০০৫ সাল থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজা আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে, বিশেষ করে আলেমসমাজে শোকের ছায়া নেমে আসে।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান