Home » সিলেটে করোনা পরিক্ষা ফলাফল মিলবে দুই থেকে তিন ঘন্টায়

সিলেটে করোনা পরিক্ষা ফলাফল মিলবে দুই থেকে তিন ঘন্টায়

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।

পরিক্ষার ফলাফল পেতে ২/৩ ঘন্টা সময় লাগবে তবে পরিক্ষার ফলাফল সিলেট থেকে নয়, ঢাকা থেকে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাশু লাল রায়। 

আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টায় হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে স্থাপন করা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় আরো জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে নমুনা আমাদের কাছে এসেছে। আমরা এগুলা পরিক্ষা করবো। ফলাফল পাওয়া যাবে ২/৩ ঘন্টার মধ্যে।ফলাফল প্রকাশ করা হবে ঢাকা থেকে।

সংশ্লিষ্টরা জানান, গত ৩০ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেনের প্রচেষ্টায় করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে। 

মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি স্থাপন করা শুরু হয়। গতকাল সোমবার তা স্থাপন করা শেষ হয়। করোনা পরীক্ষার জন্য প্রায় ৫শ কিটও এসেছে হাসপাতালে। এছাড়া এরই মধ্যে নার্স, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *