দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বহনে প্রস্তুত হচ্ছে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার।
এডাব্লিউ-১৩৯ (AW-139) মডেলের একটি হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে মোডিফাই করে করোনা রোগী বহনের জন্য প্রস্তুত করা হয়েছে।
স্ট্রেচারটি স্টেইনলেস স্টিলের (এসএস) ফ্রেম এবং দড়ি দিয়ে তৈরি। কাভারটি মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। শয়নকক্ষে আগে থেকেই অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকবে।
প্রথমে রোগীকে স্ট্রেচারে রেখে অক্সিজেন মাস্ক পড়িয়ে দেয়া হবে এবং সঙ্গে সঙ্গে কাভারের জিপারটি ক্লোজ করে দেয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি হেলিকপ্টারের বাইরে একটি নির্ধারিত জায়গায় করা হবে যাকে হ্যান্ডলিং রুম বলা হয়। প্রক্রিয়াটি সম্পন্নের পর অক্সিজেনের সিলিন্ডারসহ মেডিক্যাল ট্রলি ব্যবহার করে রোগীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে।
ইতিমধ্যেই পিপিই পড়ে অনুশীলনে অংশগ্রহণকারীরা একজন ডামি রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহনের অনুশীলন করেছেন।