সিলেটে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪৫-৫০ এর মধ্যে। রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সিলেটের যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন চিকিৎসক। রোগ ধরা পড়ার পর তার বাসার সবাইকে লকডাউন করে রাখা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাহিরে বের হচ্ছেন না। রোববার সিলেট শহরের বাসিন্দা এই চিকিৎসকের করোনাভাইরাস ধরা পড়ার পর তার বাসা লকডাউন করে রেখেছে সংশ্লিষ্টরা।
সিলেটে এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। রবিবার প্রথম রোগী সনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে আক্রান্ত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তার বাসা নগরীর হাউজিং এস্টেটে। তিনি নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে রোগী দেখতেন
বার্তা বিভাগ প্রধান