জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষে জনসচেতনতা চলাকালীন কর্মহীন হত-দরিদ্রদের এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশব্যাপী সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে “আম্বিয়া ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল” এর উদ্যোগে ত্রাণ সামগ্রী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অবস্থিত হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৪ এপ্রিল রোজ শনিবার হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার তৈল করে ৫২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান,কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ আব্দুস সালাম, মোঃ সাদিকুর রহমান নান্নু, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোঃ জসীম উদ্দীন, শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবক শাহজাহান মাহমুদ ও শিক্ষক মাওলানা মোঃ সাইদুর রহমান নোমান সহ সংগঠন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিকুল আম্বিয়া প্রতিনিধি কে বলেন দেশের এই কঠিন সময়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর এবং গরিব-অসহায় লোকজন। আসুন দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি। তাই সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন শুধু নিজ ইউনিয়নে বা নিজ গ্রামে নয়,সিলেট বিভাগের অন্যান্য এলাকায় অসহায় খেটে-খাওয়া মানুষের সাথে থাকবে আম্বিয়া ফাউন্ডেশন।
বার্তা বিভাগ প্রধান