সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব স্থাপনের কাজ চলছে। ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে আগামী মঙ্গল-বুধবার নাগাদ পুরোদমে ল্যাব চালু হতে পারে।পরীক্ষা এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হলেও সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে।ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বর্তমানে দেশের ১৪টি ল্যাবে চলছে করোনাভাইরাস শনাক্তের কাজ। বিভাগীয় শহরগুলোতেও চলছে ল্যাব প্রতিষ্ঠার প্রক্রিয়া।প্রাথমিকভাবে ৭টি বিভাগে বসছে পিসিআর মেশিন। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুরে যন্ত্রপাতি সংযোজন শেষ হয়েছে। এখন চলছে নমুনা পরীক্ষা।আইইডিসিআর-এর বাইরে, রাজধানীর আরও ৮টি পরীক্ষাগারে কাজ শুরু হয়েছে করোনা পরীক্ষার। ঢাকার আশেপাশের সন্দেহজনক রোগীদের করোনা পরীক্ষার জন্য আনা হচ্ছে এইসব হাসপাতালের পরীক্ষাগারে।
নির্বাহী সম্পাদক