করোনাভাইরাসের বিস্তার রোধে মৌলভীবাজারের বড়লেখায় প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না করার জন্য গত বুধবার পর্যন্ত মানুষকে মাইকিং করে আহবান জানানো হয়েছিল।বড়লেখা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই আহবান জানায়। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছিল।বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বড়লেখা পৌর শহরে প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আদেশ অমান্য করায় ৫জনকে ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। দণ্ডিত ব্যক্তিদের কেউই ঘোরাফেরা করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার জুলফিকার।
নির্বাহী সম্পাদক