Home » হাতীবান্ধায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু আটক ১

হাতীবান্ধায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু আটক ১

লালমনিরহাটের হাতীবান্ধায় পারভীন আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে অগ্নিদগ্ধর শিকার হন গৃহবধূ পারভীন আক্তার। জানা গেছে, ওই এলাকার আবু বক্করের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার কয়েকদিন আগে নিজ রাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতেই রাখেন স্বামী জাহিদুল ইসলাম। তিনদিন পর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসেন। এ অবস্থায় সোমবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানান, কসমেটিকস ব্যবসায়ী জাহিদুল ইসলামের সাথে একাধিক মেয়ের পরকীয়া রয়েছে এমন অভিযোগে জাহিদুল-পারভীনের মধ্যে প্রায় সময় ঝগড়া হত। স্থানীয় ৬ং ওয়ার্ড সদস্য অভিযোগ করে বলেন অগ্নিদগ্ধ হওয়ার তিন দিন পরে আমি ও মেয়ের নানা এই বাড়ীতে আসার পরেও জাহিদুল আমাদের ঘরের ভিতরে যেতে দেয়নি। সে আমি এবং আমার সাথে আসা সকলের সাথে খারাপ আচরন করেছেন। একিই রকম অভিযোগ এলাকার সকলের। জাহিদুল ইসলাম বলেন আমার নামে সব অভিযোগই মিথ্যা আমি অগ্নিদন্ধ স্ত্রীর কবিরাজি চিকিৎসা করছিলাম তাই এলাকার কাউকে বাড়ির ভিতরে আসতে দেইনি। এ সময় তিনি দাবী করেন দুধ গরম করার সময়েই তার স্ত্রী অগ্নিদন্ধ হয়েছিলেন। অগ্নিদদ্ধ হওয়ার পরেও তিন দিন কেন আপনি চিকিৎসা না করিয়ে স্ত্রী কে কেন বাসায় রাখলেন সাংবাদিকদের এমন প্রশ্নের সঠিক উত্তর তিনি জানাতে পারেন নি। এই বিষয়ে গড্ডিমারী ইউ পি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, আজ সকালেই বিষয়টি আমি জেনেছি জাহিদুলের বাবা আমার সাথে কথা বলে তার নাতিদের জন্য ১৩ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব করেছিলো কিন্তু আমি বলেছি আইনে যা হবে তাই এখানে আমার কিছুই বলার নেই। হাতীবান্ধা থানার ওসি নজীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মূল রহস্য জানা যাবে।রংপুর24

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *