সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় থাকা দুইজনের করোনার রিপোর্ট চলে এসেছে। তাদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। এটি সিলেটের জন্য বড় এক সু-খবর।
আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আনিছুর রহমান।
তিনি জানান, গতকাল হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ বুধবার রাতে ফোনে আমাদের জানানো হয়েছে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
বর্তমানে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চারজন কোয়ারেন্টিনে আছেন। তাদের মধ্যে আজ রাতে দুইজনের রিপোর্ট নেগেটিভ আসে। নতুন দুই জন রোগী রয়েছেন। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
বার্তা বিভাগ প্রধান