Home » আগামী সাতদিন একেবারে ঘরে থাকুন নয়তো মহাবিপদ

আগামী সাতদিন একেবারে ঘরে থাকুন নয়তো মহাবিপদ

আগামীকাল থেকে পরবর্তী সাতদিন সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আগামী সাত দিন কোন ভাবেই বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজনে খাদ্যদ্রব্যের জন্যও না, যদি না এটা খুব বেশি বেশি বেশি প্রয়োজন হয়।

আগামীকাল থেকে সবচেয়ে বাজে সময়টা শুরু হচ্ছে। করোনা ভাইরাস এর ডিম ফুটানো (২-১৪দিন) শেষের দিকে। এর মধ্যে যাঁরা যাঁরা সংক্রমিত হওয়ার তাঁরা সংক্রমিত হয়ে গেছেন, হচ্ছেন। এখন আপনি বাইরে বেরোলে অনেক সংক্রমিতদের মুখোমুখি হতে পারেন। সুতরাং ঘরে থাকাটা খুবই জরুরী। সচেতন থাকাটা খুবই জরুরী কেননা আগামীকাল থেকে সময়টা খুবই সংকটময়।

৭ই এপ্রিল পর্যন্ত আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখব। এই ভাইরাসের তাণ্ডব দু সপ্তাহ অবধি থাকে। এরপর এটা কিছুটা শান্ত হয় এবং শক্তি হারাতে থাকে।
ইতালিতে এই রোগ সংক্রমনের দুই সপ্তাহকে কোনভাবেই পাত্তা দেয় নাই। যার ফলে আজকে তাদের ওখানে মৃত্যুর মিছিল লেগে গেছে। সুতরাং ৭ই এপ্রিল পর্যন্ত কোথাও বের না হই, এমনকি পরিবারের কোন সদস্যের সাথেও দেখা না করি।

আসুন সবার মঙ্গলে নিজে সচেতন হয় অপরকে সচেতন থাকতে ঘরেের ভিতর থেকে মোবাইল ফোনে সতর্ক করি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *