সুনামগঞ্জে খাদ্য সহায়তা কর্মসূচির ৩০ বস্তা চালসহ এক ডিলারসহ দুই জনকে আটক করা হয়েছে। তারা হচ্ছে- ডিলার বিপ্লব দাস (৪২) ও ক্রেতা শওকত আলী(৪৭) ও সোমবার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর বাজার থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র ওসি কাজী মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ বস্তা চাল অন্যত্র চোরাইভাবে বিক্রয়ের জন্য পাচারোর সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জানান, খাদ্য বান্ধব র্কর্মসূচির ৩০ বস্তা চাল বিক্রি করে অন্যত্র পাচার করার সময় ডিলার বিপ্লবসহ একজন ক্রেতাকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ডিলার বিপ্লবের ডিলারশীপ বাতিল করা হবে।
বার্তা বিভাগ প্রধান