অবশেষে করোনাভাইরাস পরীক্ষার মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। আজ সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ওসমানীতে এসে পৌঁছায়।
ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, আজ সকাল আটটার দিকে করোনাভাইরাস পরীক্ষা আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম ঢাকা থেকে এসে পৌঁছেছে। তিনি বলেন, আশা করছি এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে এবং আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে।
মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ।
তিনি আরও বলেন, ল্যাব স্থাপনের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে।