যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৭৫) নামে এক বাংলাদেশি নারী মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে।নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এনিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট ১১ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিউইয়র্কের অনেক সংবাদকর্মী। সর্বশেষ সাংবাদিক ফরিদ আলম ও আলোকচিত্রী স্বপন হাই আক্রান্ত হয়েছেন। স্বপন হাই কিডনি জটিলতা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৯ হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ১৯৮৮ জনের। নিউইয়র্কে ৫২ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৭২৮ জনের।
বার্তা বিভাগ প্রধান