Home » বিনামূলে মাস্ক, হাত মোজা, ডেটল বিতরণ ও জীবানুনাশক ছিটালেন পাপ্পু

বিনামূলে মাস্ক, হাত মোজা, ডেটল বিতরণ ও জীবানুনাশক ছিটালেন পাপ্পু

শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর সাধারণ মানুষের মাঝে বিনামূলে মাস্ক, হাত মোজা ও সেবলন বিতরণ করলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। তিনি ২৭ মার্চ শুক্রবার বিকেলে সাধারণ মানুষ যাদের পড়নে মাস্ক ছিল না তাদেরকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। সাথে হাত মোজা ও ডেটলও তুলে দেন তিনি। প্রায় ২’শ মানুষের হাতে এসব জিনিসপত্র তুলে দেন তিনি। এসময় তিনি ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাহ বাজার ও আশপাশের রাস্তার কিছু জায়গায় নিজ হাতে জীবানুনাশক ডেটল ও ব্লিচিং পাউডার মিশানো পানি ছিটিয়ে দেন।
এসময় তিনি বলেন, আতংকিত না হয়ে আমাদের সবাইকে এই মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সমাজের সবাইকে একযোগে কাজ করে এই মহামারি ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তিনি সবাইকে যাকাতের অংশ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় তিনি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান এবং অতি প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করে বের হওয়ার জন্য আহ্বান করেন এবং বাহির থেকে ঘরে প্রবেশের সময় নিজের হাত-মুখ ভালোভাবে পরিস্কার করার অনুরোধ জানান এবং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারের ফরিয়াদ করার অনুরোধ জানান। পাশাপাশি তিনি সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
বিনামূলে মাস্ক, হাত মোজা ও ডেটল বিতরণকালে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাজু, মুর্শেদ আহমদ, আব্দুস সালাম মনা, নুরুল ইসলাম, শাকিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *