Home » চীন-ইতালিকে ছাড়িয়ে করোনায় ভাইরাস এখন সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র

চীন-ইতালিকে ছাড়িয়ে করোনায় ভাইরাস এখন সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র

করোনায় ভাইরাস শুরুটা হয়েছিল চীনে, এরপর মহামারি হয়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সংক্রমণ ছড়িয়ে ইতালিতে একদিনেই প্রাণ যাচ্ছে শত শত মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই হুঁশিয়ারি দিয়েছিল, মহামারির কেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই হলো, একদিনেই সংক্রমণ বেড়ে আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে উঠে গেল যুক্তরাষ্ট্র।

পরিসংখ্যাভিত্তিক ওয়াবসাইট “ওয়ার্ডোমিটার”এর দেওয়া তথ্যে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৪৩৫ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ২২৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জন।

দেশটিতে এপর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮২ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি ৩৮ হাজার ৯৭৭ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৬৬জন।”

আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। করোনার উৎস দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫৫ জন সংক্রমিত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ২৯২ জন।”

করোনা মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ২০৩ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৫৮৯ জন””

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *