মানুষ মানুষের জন্য আমাদের ক্ষুদ্রতম স্থান থেকে আমাদের প্রচেষ্টা! সামজের প্রত্যাকটা স্থরের মানুষ এগিয়ে আসলে নিশ্চয়ই খেটে খাওয়া মানুষদের কষ্টের হারটা একটু কমবে এই বিপর্যয়ে! সচেতন হতে পারবে করুনার আক্রমন থেকে৷
বর্তমানে বাংলাদেশে করুনার আক্রমন করেছে। করুনা ছোঁয়াচে রোগ হওয়ায় প্রত্যেকেই সচেতন হতে হবে৷ মানুষদেরকে সচেতন করার জন্য আল ইনসাফ ব্লাড গ্রুপের সিলেট এর সম্মানীত উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আলিম উদ্দীনের সহযোগিতায় শহরের সোবহানিঘাট থেকে জনাব মোঃ গজনফর আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক সভাপতিত্বে ময়না মিয়ার মার্কেট মজুর শ্রমিকদের মাস্ক বিতরন শুরু হয়৷ বিশেষ করে শহরের বস্তি এলাকার মানুষদের সচেতনতাকে লক্ষ্য করে মাস্ক বিতরণ করা হয়৷ ধারাবাহিকভাবে শহরের তেতলি এলাকায় বস্তির মানুষদের মাস্ক বিতরন করা হয়।
শহরের শিবগঞ্জ এলাকায় ভিবিন্ন বস্তিগুলোতে মানুষদেরকে মাস্ক বিতরন হয়৷ মাস্ক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন আল ইনসাফ ব্লাড গ্রুপের প্রদান উপদেষ্টা জনাব আলিম উদ্দীন, জনাব মোঃ গজনফর আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক, মোঃ সাদিকুল আমিন শিপু, প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ হাবিবুর রহমান হৃদয়, প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ আইমান আহমেদ, মুহিত খান, জাকওয়ান খান, তারেক রাহমান, সৌরভ, আতিক, খালেদ আহমেদ, সানিম আহমেদ, সাকিফ চৌধুরী, কাজি দিদার, মাহিন খান, সালিম মিয়া, আহমেদ রতন, শাহআলম মিয়া, রাব্বি, হাকিম মিয়া, কাওছার মিয়া