Home » করোনা ঝুঁকিতেও রাস্তায় মানুষ

করোনা ঝুঁকিতেও রাস্তায় মানুষ

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন। দেশেও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও ঘটছে। রাস্তাঘাটে বের হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এরপরও মানুষ রাস্তায় বের হচ্ছেন, যানবাহনে চলছেন।

রোববার (২২ মার্চ) রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় বেশ কম হলেও গণপরিবহন চলছে। কিছু কিছু বাসে যাত্রী সংখ্যা প্রায় শূন্য। কিছু বাসে যাত্রীর থাকলেও তা পূর্ণ নয়। যাত্রীতে পরিপূর্ণ কিংবা যাত্রী দাঁড়িয়ে যাওয়া বাসের দেখা মেলেনি। তবে রাস্তায় গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি।

করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সাধারণ মানুষের চলাফেরা বেশ লক্ষণীয়। তাদের অনেকেই কারওয়ান বাজারের কাঁচাবাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরছিলেন, কেউ কিনতে যাচ্ছিলেন। বাজারে যাতায়াত ছাড়াও বিভিন্ন প্রয়োজনে মানুষ বাইরে বের হচ্ছেন। তবে বাইরে যাতায়াতকারীদের অধিকাংশই মাস্ক পরা।

এ ছাড়াও নিম্ন আয়ের মানুষ, যেমন মিনতি (কারওয়ান বাজারে মাথায় করে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান যারা), ফুটপাতের বিক্রেতারাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। মাস্কসহ অন্যান্য সুরক্ষাও তাদের কম। থেমে নেই মেট্রোরেলেরও কাজ। মেট্রোরেলের কর্মীরাও কাজ করে যাচ্ছেন। করোনা ঝুঁকির মাঝেও তারা কেন বাইরে বেরিয়েছেন তা জানতে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে তারা রাজি হননি।

সূত্র: জাগোনিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *