মহামারী বিশ্বব্যাপী করোনা ভাইরাস আকার ধারণ করেছে। বিশ্বের এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যোগাযোগ বিচ্ছিন্ন। ঘর থেকে বের হচ্ছেন না। লকডাউন, সাটডাউন করা হয়েছে।
করোনা আতঙ্কে সিলেটের মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। সিলেট নগরীতে তেমন একটা মানুষজন দেখা যায়নি।
যানজট নগরী এখন অনেকটাই ফাঁকা। রাস্তায় নেই চিরচেনা সেই দুর্ভোগ নেই পথচারীদের ভিড়ও ।
সিলেটের চৌহাট্টার পয়েন্ট,রিকায়ীবাজার ,আম্বরখানা পয়েন্ট, জিন্দাবাজার, টিলাগড় ও বন্দরবাজার সহ শহরে সব পয়েন্ট গুলো এখন ফাঁকা।
এই ফাঁকা শহরে পকেট খালি হত দরিদ্র রিকশাচালক ও হকারওয়ালায় তারা জানান যে আমরা যদি বাসায় থেকে বের না হয় তা না হলে না খেয়ে মরতে হবে!! তাই বাসায় থেকে বের হলাম কিছু টাকা পয়স পাওয়ার জন্য ।