ডেস্ক নিউজ : মানিকগঞ্জ পৌর এলাকায় আসামি ধরার জন্য কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া পুলিশ কনস্টেবলের লাশ পাওয়া গেছে।
সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল।
সদর থানার কনস্টেবল শাহিনূর রহমান ও এসআই রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকালে জয়নগর গ্রামে আসামি ধরতে যান। আসামি আবদুস সালাম কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। নিখোঁজ হন কনস্টেবল শাহিনূর।
ওসি রকিবুজ্জামান বলেন, “তারা সাদা পোশাকে আসামি ধরতে গিয়েছিলেন। শাহিনূর যেখানে নিঁখোঁজ হন সেখান থেকেই ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। যে পোশাক পরা ছিল সেই পোশাক পরা অবস্থায়ই লাশ পাওয়া গেছে।”
শাহিনূর সাঁতার জানতেন বলে তিনি নিশ্চিত করেছেন।
তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে চিকিৎসক কিছু বলতে পারেননি।
তবে চিকিৎসক মৃত্যুর কারণ জানাতে পারেননি।
মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক লুৎফর রহমান বলেন, “তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ অনুমান করার মত কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে কারণ জানা যাবে।”
নির্বাহী সম্পাদক