করোনাভাইরাস ঘিরে আতঙ্ক থেকে চাহিদার অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে রাখতে ক্রেতাদের নিরুৎসাহিত করেছেন সুপারমার্কেটগুলোর মালিকরা। তারা বলছেন, সুপারমার্কেটগুলোতে পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরান নিয়ে আতঙ্কের কারণে অনেকেই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে খোলা বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন আপনাদের আশ্বস্ত করছে, বর্তমানে সুপারমার্কেটগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য যথেষ্ট পরিমাণ মজুত আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা মূল্য স্থিতিশীত রাখতে একনিষ্ঠভাবে উদ্যোগী। কর্মী ও ক্রেতাদের স্বাস্থ্যের নিরাপত্তাতেও আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। তাই আপনারা সুপারমার্কেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও সরবরাহ সংকট ছাড়াই নিরাপদ পরিবেশে কেনার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা বা মজুতের কোনো প্রয়োজন নেই।
করোনা দুর্যোগে সবার পাশে থাকার কথা জানিয়ে জাতি হিসেবে একসঙ্গে এই সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছে সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশেন।
সৌজন্যে : সারাবাংলা
প্রতিনিধি