Home » আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি : ওবায়দুল কাদের

আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি : ওবায়দুল কাদের

দেশ করোনাভাইরাসের ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রাণঘাতী এই ভাইরাসকে সম্মিলিতভাবে মোকাবিলা করার কথাও জানান তিনি।আজ শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ করোনার ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো-তা নিশ্চিত করে বলা যায় না।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগে এই শত্রুকে আমরা পরাজিত করবো।’

ঢাকা-১০ আসনসহ সব উপনির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির আবেদন প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা সব কিছুতেই রাজনীতি খুঁজে বেড়ান। নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন করা বা পেছানোটা ইসির বিষয়, এখানে সরকার মাথা ঘামায় না। মির্জা ফখরুলের আবেদন ইসি গ্রাহ্য করবে কিনা সেটা একান্তই ইসির বিষয়।’

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রশংসা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি একজন সাহসী রাজনৈতিক ছিলেন। এক-এগারোর সময় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে ছিলেন, তখন তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি দুঃসময়ে ছিলেন ঐক্যের প্রতীক। তিনি সে সময়ে কর্মীদের ঐক্যবদ্ধ করেছিলেন। সে সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন তা কর্মীদের প্রেরণার উৎস।

সূত্র: আমাদেরসময়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *