হবিগঞ্জের লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২০ মার্চ) শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার মুড়াকরি তিস্তারপুল এলাকার নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে লাখাই থানা পুলিশ। তবে পুলিশ এখনও মরদেহের পরিচয় জানতে পারেনি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান- শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
তিনি বলেন- ‘এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’
প্রতিনিধি