Home » করোনাভাইরাস: ইসকন সিলেটে সাপ্তাহিক অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাস: ইসকন সিলেটে সাপ্তাহিক অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে ইসকন সিলেটে শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এ সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ যেন ভক্তদের মধ্যে বিস্তার লাভ করতে না পারে এবং মন্দিরে আগত হাজার-হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ মন্দিরে সাময়িকভাবে সাপ্তাহিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

দর্শনার্থী ও ভক্তদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *