Home » হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৫জন হতাহত

হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৫জন হতাহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন হতাহত হয়েছেন।এর মধ্যে একজন নিহত এবং আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ সদস্য। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রোমান আহমদ (২২) সুতাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, লিয়াকত আলী জানান- নুরপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে একই পরিবারের ৫ সদস্য হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নুরপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও চারজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসাতালের মর্গে প্রেরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *