সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে নিজের বাড়ি ফিরেছিলেন হোসেন আহম্মদ (৪০)। দেশে করোনাভাইরাসের প্রকোপের আশঙ্কায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু নির্দেশ না মেনে তিনি গিয়েছিলেন বাজারে। সেখান থেকে বাড়ি ফেরার পথে ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়িরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আহম্মদ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীরা জানিয়েছেন, হোসেন লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। বেড়িরমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন নিহত হন।এ সময় ট্রলি চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ট্রলি চালকের নাম জানা সম্ভব হয়নি।
নিহত হোসেন আহম্মদের চাচাতো ভাই মো. ইব্রাহিম বলেন, ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছেন হোসেন আহম্মদ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই হোসেন আহম্মদের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় ট্রলি চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ওই প্রবাসী থাকেননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র: আমাদেরসময়
প্রতিনিধি