অনলাইন ডেস্ক
: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে করোনা ভাইরাসের। আর এই ভাইরাসে দেশটিতে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইটে এমনটি জানানো হয়।
টুইট বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, আমাদের তথ্যের ওপর ভিত্তি করে বলতে পারি, করোনা ভাইরাসে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে এবং প্রতি ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে বিশ্বে মারা গেছেন ৯ হাজার৮শ জন।
প্রতিনিধি