Home » এবার রাঙামাটিতে ৫ শিশুর মৃত্যু, অসুস্থ আরও ‘একশ’

এবার রাঙামাটিতে ৫ শিশুর মৃত্যু, অসুস্থ আরও ‘একশ’

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের শিয়ালদহে গত এক সপ্তাহে হামে আক্রান্ত হয়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সেখানে তিন গ্রামে হামে আক্রান্ত প্রায় ১০০ শিশু।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন, ‘আমরা জেনেছি দুর্গম ওই এলাকায় হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা অসুস্থ হচ্ছে। আমরা জরুরি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি।’

আজ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সহযোগিতায় হেলিকপ্টারে করে বিশেষ আরেকটি মেডিকেল টিম সেখানে যাবে বলেও জানান তিনি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রাম অরুনপাড়া, নিউথাং পাড়া ও হাইচপাড়ায় গত কয়েক দিনে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এবং ইতিমধ্যে পাঁচটি শিশু মারা গেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর সাথে সাথেই তারা পদক্ষেপ নিয়েছে। তবে গ্রামগুলো খুব দূরে এবং দীর্ঘ পায়ে হাঁটা পথে হওয়ায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন হচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয় ওই এলাকায় সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া আক্রান্ত আরও ৩০ জন জরুরি চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

সূত্র: আমাদেরসময়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *