করোনাভাইরাসের সংক্রমণে জনসমাগম এড়াতে ২২ মার্চ রবিবার সকাল থেকে ৩১ মার্চ মঙ্গলবার রাত পর্যন্ত সকল নাটকের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতনে ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, প্রযোজক সমিতি ও অভিনয় শিল্পী সংঘের সম্মিলিত কার্যালয়ে নাটক সংশ্লিষ্ট ১৪টি সমিতি ও সংঘের নেতারা যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
এর আগে বিকালে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের নেতৃত্বে এস এ হক অলিক, ইরেশ জাকের, শহীদুজ্জামান সেলিম, সাজু মুনতাসীর, এজাজ মুন্না তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে দেখা করেন।
প্রতিনিধি