Home » সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো দুই প্রবাসীকে

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো দুই প্রবাসীকে

ফ্রান্স ও পর্তুগালের পাসপোর্টধারী দুই বাংলাদেশিকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্য থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে তারা বিমানবন্দরে নামেন।

জানা যায়, দুই যাত্রীর একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, আরেকজনের বাড়ি চট্টগ্রামে। তারা ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ফারুক আহমদ বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী দুজনের ইমিগ্রেশন করা হয়নি। তাদের বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পক্ষ থেকে বলা হয়, দেশের কিংবা বিদেশের, কোনো বিমান সংস্থাই ইউরোপের কোনো দেশ থেকে যাত্রী বহন করতে পারবে না। এতে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো দেশের এমনকি বাংলাদেশিরাও ইউরোপের দেশ থেকে এলে তাদের গ্রহণ করা হবে না। তাদের নিজ খরচে ফেরত যেতে হবে। আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *