Home » করোনাভাইরাস: সিলেট বিভাগে ৮৮২ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাস: সিলেট বিভাগে ৮৮২ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে সিলেট বিভাগে সন্দেহভাজন ৮৮২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি কোয়ারেন্টিনের সংখ্যা সিলেট জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আজ বৃহস্পতিবার বিকালে  সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ২৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৫৭ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৬৫ জন এবং হবিগঞ্জ জেলায় ২৩ জন রয়েছেন।

তিনি জানান, সিলেট বিভাগের সিলেট জেলায় ৫৭৮ জন, সুনামগঞ্জ জেলায় ৪৩ জন, মৌলভীবাজার জেলায় ২১৬ জন এবং হবিগঞ্জে ৪৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী এবং তাদের আত্মীয়স্বজন।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখছে। যারা বিদেশ থেকে আসছেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *