করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে যুক্তরাজ্য প্রবাসী এক নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে ভর্তি রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার রক্তের নমুনা (ব্লাড স্যাম্পল) ঢাকায় পাঠানোর সিদ্ধান্তও হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
প্রবাসী ওই নারীর শারীরিক অবস্থার সমস্ত তথ্য ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) জানানো হয়। এরপর আইইডিসিআর তার রক্তের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। আগামীকাল শুক্রবার আইইডিসিআর’র একটি টিম সিলেটে এসে ওই মহিলার রক্তের নমুনা নিয়ে যাবে।
তিনি জানান, ঢাকায় নিয়ে রক্তের নমুনা পরীক্ষা করানোর পর প্রতিবেদন পেলে বোঝা যাবে ওই মহিলা আসলেই করোনাভাইরাসে আক্রান্ত কিনা।
প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী ওই নারী ১৪ দিন আগে দেশে ফিরেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে তাকে কোয়ারেন্টিনে ভর্তি রাখা হয়েছে।
এদিকে, সিলেটের গোয়াইনঘাটের এক কিশোরকে (১৭) গতকাল বুধবার রাত থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন এ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
প্রতিনিধি