অনলাইন ডেস্ক
: এবার যুক্তরাষ্ট্র প্রবাসীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আকস্মিক হানা দিয়েছে প্রশাসন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ঘটনার দিন সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত ক্লাবের ওই অনুষ্ঠান বাতিল করে নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টিনে থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই যুবক। এসময় সতর্কতা হিসেবে অনুষ্ঠানের মূল ভেন্যুতে প্রবেশ করা অতিথিদের নাম-ঠিকানা টুকে রেখেছে কর্তৃপক্ষ।
দু’দিন আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিবাহোত্তর সংবর্ধনায় কয়েকশ’ অতিথিকে নিমন্ত্রণ করেছিলেন এক প্রবাসী যুবক। বুধবার সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানে আসতে শুরু করেন বর-কনের আত্মীয়স্বজনেরা। এরইমধ্যে প্রশাসনের কাছে খবর চলে যায়। নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টিনে না থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই বর। সঙ্গে সঙ্গে ভেন্যুতে হাজির হয়ে যায় নির্বাহী হাকিম ও পুলিশ সদস্যরা।
টুকে রাখা হয় ভেন্যুতে প্রবেশ করা সব অতিথির নাম-ঠিকানা ও ফোন নম্বর। যারা আমন্ত্রিত হয়ে ভেন্যুতে ঢোকার অপেক্ষায় ছিলেন, আটকে দেয়া হয় তাদের। পরিস্থিতি বিবেচনায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী যুবক। পাশাপাশি কথা দেন- হোম কোয়ারেন্টিন মেনে চলার। ঢাকা জেলা প্রশাসনের গুলশান অঞ্চল নির্বাহী হাকিম ও ভূমি কমিশনার ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমেরিকা প্রবাসী পাত্র আজকে বিয়ে করার কথা ছিল। আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। বর ও কনে পক্ষ আমাদের অনুরোধে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আপাতত বিয়ের কাজ বন্ধ।
প্রতিনিধি