Home » আগামী ২ মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার পর্যালোচনা হবে

আগামী ২ মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার পর্যালোচনা হবে

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম

: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার পর্যালোচনা করা হবে। সঞ্চয়পত্রের সুদের হার প্রতি বছর একবার পর্যালোচনা করবো। জাতীয় সংসদে ২০১৭১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকে সুদের হার শতাংশ, আর সঞ্চয়পত্রে সুদের হার ১১ শতাংশ। এটি অসম্ভব। এত পার্থক্য থাকা উচিত নয়। সংবাদ সম্মেলনে মুহিত বলেন, ‘নতুন বাজেটে বৈদেশিক সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় বেশি রেখেছি।  কারণ, এর মধ্যদিয়েই এই টাকা ব্যবহারের সক্ষমতা আমরা অর্জন করবো। মন্ত্রী বলেন, ‘১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলেও জিনিসপত্রের দাম বাড়বে না। কারণ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *