আগামী শনিবার (২১ মার্চ) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। আজ বৃহস্পতিবার রাতে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, সিলেট নগরীর ৩৩ কেভি উপশহর কুমারগাও ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য উপশহর, স্প্রিং টাওয়ার, যতরপুর, রায়নগর, সোনার পাড়া, বালুচর, শিবগঞ্জ, টিলাগড়, এমসি কলেজ, ধোপাদিঘীরপাড়, মজুমদার পাড়া, সেন পাড়া, সবুজবাহ, লামাপাড়া, লাকড়ি পাড়া, ভাটাটিকর, হাতিমবাগ, শাহী ঈদগাহ, টিবিগেইট, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, সোবহানীঘাট, কুমারপাড়া, মেন্দিবাগ, শাহপরান থানা, মুরাদপুর, কালিঘাট, রাজপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।