সিলেট শহরতলির আখালিয়া এলাকার করেরপাড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছেন এক স্বামী। অভিযুক্ত ব্যক্তির নাম বিদ্যুৎ পাল চৌধুরী। তিনি মৌলভীবাজার জেলার ব্রাক্ষ্মণগাঁও-এর আকিল পাল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি এসএমপি’র জালারাবাদ ধানাধিন করেরপাড়ায় ফেঞ্চুগঞ্জ সৎসঙ্গ পল্লিতে থাকেন।
অভিযোগে জানা যায়. ২০১৭ সালের অক্টোবর বিদ্যুৎ পাল চৌধুরী আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নগরের উত্তর বাগবাড়ির মৃত বাদল চৌধুরীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের ৪ মাস পর বিদ্যুৎ পাল দালাল মারফত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বছরখানেক পর দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি স্ত্রীর উপর শুরু করেন অমানবিক নির্যাতন। প্রায় সময়ই বিদ্যুৎ পাল ও তার পরিবারের সদস্যরা মৌ-কে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আনতে পীড়াপীড়ি করেন এবং নির্যাতন চালান।
সর্বশেষ গত ১৫ মার্চ (রবিবার) বিকেলে একইভাবে বিদ্যুৎ পাল চৌধুরী শারীরিক নির্যাতন চালাতে থাকেন স্ত্রী মৌ-এর উপর। এসময় বেধড়ক কিল-ঘুষি মেরে মৌকে মারাত্মক আহত করেন তিনি। মৌ-এর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে স্বামীর হাত থেকে উদ্ধার করেন। পরে বিদ্যুৎ পাল ঘর থেকে বেরিয়ে গেলে মৌ তার বাবার বাড়ির স্বজনদের ফোন করে খবর দেন এবং তারা এসে মৌকে নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। মৌ এখনও হাসপাতালে চিকিৎসাধিন।
এদিকে, এ বিষয়ে তদন্ত করতে আজ বুধবার (১৮ মার্চ) জালালাবাদ থানার একদল পুলিশ বিদ্যুৎ পালের বাসায় যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জালালাবাদ থানার এস.আই সুমন (বুধবার) রাত ৮টায় নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে নির্যাতিতা গৃহবধূ মৌ- বলেন, মৌ-এর জীবনটা নরক বানিয়ে দিয়েছে ওর স্বামী। প্রায়ই যৌতুকের জন্য মৌকে মারপিট করে সে। সর্বশেষ গত ১৫ তারিখে ওকে খুব মেরে মারাত্মক আহত করেছে। বর্তমানে মৌ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন।
প্রতিনিধি